Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০১৬

এনহ্যানসিং দ্যা ক্যাপাসিটি অব এসইআই ডিভিশন টু ইন্টিগ্রেটেড পপুলেশন এন্ড জেন্ডার ইস্যুজ ইনটু সেক্টরাল প্ল্যানিং

 

প্রকল্প পরিচালক:     জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম-প্রধান, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ

 

প্রকল্পের মেয়াদ:      জানুয়ারি ২০১৩ – ডিসেম্বর ২০১৬

 

প্রাক্কলিত ব্যয়:      ৩.৫৬৩৫ কোটি টাকা

 

ক্রমপুঞ্জিত ব্যয়:      ১.৭৮২৫ কোটি টাকা

 

প্রকল্পের উদ্দেশ্য:

সামগ্রিক:

প্রকল্পটির সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা ও দরিদ্র-বান্ধব প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকারি ও বেসরকারী অংশীজনদের আরো সক্ষম করে তোলা।

নিদিষ্ট:

ক) বিভিন্ন প্রশিক্ষণ,কর্মশালা,সেমিনারের মাধ্যমে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা;

খ) জাতীয় এবং খাতভিত্তক নীতি-পরিকল্পনায় জনসংখ্যা এবং জেন্ডার বিষয়ক সমস্যাসমূহ এং অন্যান্য প্রাসংঙ্গিক বিষয়সমূহের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
 

প্রকল্পের মূল কার্যক্রম :  

ক) জেন্ডারওপপুলেশনসম্পর্কেসরকারীকর্মকর্তাদেরদক্ষতাবৃদ্ধিরলক্ষ্যেপ্রশিক্ষণপ্রদান;

খ)  জেন্ডারওপপুলেশনইনটিগ্রেশনেরলক্ষ্যেহ্যান্ডবুক/গাইডবুকপ্রণয়ন;

গ)  দীর্ঘমেয়াদীপপুলেশনপ্রজেকশন; এবং

ঘ)  দেশীওবিদেশীপ্রশিক্ষণেরমাধ্যমেওলজিস্টিকসরবরাহেরমাধ্যমেএসইআইডিভিশনেরদক্ষতাবৃদ্ধি,

ইত্যাদি।

 

ফেব্রুয়ারি ১৬পর্যন্ত এডিপি’র ব্যয় হার:

 

 

২০১৫-১৬ অর্থ বছরে এডিপি বরাদ্দ

২০১৫-১৬  অর্থ বছরে ফেব্রুয়ারি  ১৬পর্যন্ত ব্যয়

২০১৫-১৬ অর্থ বছরের বরাদ্দের তুলনায় ব্যয়ের শতকরা হার

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত মোট অগ্রগতি %

আর্থিক

বাস্তব

০.৯০

০.২৭৪৪

৩০.৪৯

৫০.০২

৬০.০০