Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০১৬

সাপোর্ট টু সাসটেইনেবল এন্ড ইনক্লুসিভ প্ল্যানিং (এসএসআইপি)

 

প্রকল্প পরিচালক:           জনাব নকিব বিন মাহবুব, বিভাগ প্রধান।

 

প্রকল্পের মেয়াদ:             জানুয়ারি ২০১৩ – ডিসেম্বর ২০১৬

 

প্রাক্কলিত ব্যয়:               ২২.৩৬২০ কোটি টাকা

 

ক্রমপুঞ্জিত ব্যয়:             ৯.৯৭৭৮কোটি টাকা
 

প্রকল্পের উদ্দেশ্য:          

০১. দারিদ্র্যবান্ধব অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন:

০২.  টেকসই এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধিকরণ:

০৩. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) পরিবীক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো প্রণয়ন

 

প্রকল্পের মূল কার্যক্রম:

(ক)জিইডি-তে ম্যাক্রো ইকনমিক মডেল প্রণয়ন করা।

(খ)বাৎসরিক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করা।

(গ)২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করা।

(ঘ)সাধারণ অর্থনীতি বিভাগকে সহায়তা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক পরামর্শক সেবা এবং বিভিন্ন ধরনের Logistic Support এর জন্য অফিস সামগ্রী (OfficeEquipment’s) ক্রয় করা।

(ঙ)টেকসই এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধিকরা।

(চ)প্রকল্প দলিল অনুযায়ী অনুমোদিত জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা করা।

 

ফেব্রুয়ারি ১৬পর্যন্ত এডিপির ব্যয় হার:

 

 

২০১৫-১৬ অর্থ বছরে এডিপি বরাদ্দ

২০১৫-১৬  অর্থ বছরে ফেব্রুয়ারি ১৬পর্যন্ত ব্যয়

২০১৫-১৬ অর্থ বছরের বরাদ্দের তুলনায় ব্যয়ের শতকরা হার

প্রকল্পের শুরু হতে ক্রমপুঞ্জিত মোট অগ্রগতি %

আর্থিক

বাস্তব

১০.০৯

৩.৯১০৮

৩৮.৭৬

৪৪.৬২

৫২.০০