Wellcome to National Portal
পরিকল্পনা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৮

পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যপরিধি

 

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের গঠন

 

বিগত ২৯-০১-২০০৯ খ্রিঃ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী (প্রজ্ঞাপন নং-মপবি/ক:বি:শা:/মসক-১/২০০৯/৪১) বাংলাদেশ পরিকল্পনা কমিশনকে নিম্নরূপে পূনর্গঠন করা হয়:

 

  •   প্রধানমন্ত্রী                                         -           চেয়ারপারসন
  •   পরিকল্পনা মন্ত্রী                                   -           ভাইস-চেয়ারম্যান
  •   পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ               -           সদস্য    
  •   সচিব, পরিকল্পনা বিভাগ                        -           সদস্য-সচিব

 

 

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যপরিধি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রুলস্ অব বিজনেস,  ১৯৯৬এর সিডিউল -১ এ বর্ণিত পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অন্তর্গত পরিকল্পনা কমিশনের জন্য নিম্নোক্ত কার্যাবলী নির্ধারণ করা হয়েছে :

 

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থসামাজিক উদ্দেশ্যবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য জাতীয়, বার্ষিক, পঞ্চ-বার্ষিক এবং প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন;
  • জাতীয় পরিকল্পনার আলোকে বার্ষিক কর্মসূচী প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়ন;
  • পরিকল্পনার দক্ষতা মূল্যায়ন এবং জাতীয় পরিকল্পনা মূল্যায়নের লক্ষ্যে পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ;
  • গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ের উপর সমীক্ষা পরিচালনা করা এবং অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
  • বৈদেশিক সাহায্য-চাহিদা নিরূপণ এবং প্রয়োজনীয় সাহায্যের পরিমাণ এবং আঙ্গিক গঠন নিয়ে বিদেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা;
  • বৈদেশিক ঋণের মূল্যায়ন এবং এ বিষয়ে জাতীয় পরিকল্পনার মূল্যায়নসহ প্রবিদেন প্রণয়ন;
  • অর্থনৈতিক গবেষণা কার্যক্রম গ্রহণ ও প্রণোদনা প্রদান এবং কার্যকর পরিকল্পনা ও উন্নয়নে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় জরীপ ও অনুসন্ধান কার্যক্রম গ্রহণ;
  • জাতীয় পরিকল্পনা, বার্ষিক কর্মসূচী এবং অর্থনৈতিক নীতিমালার ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করণের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক অবকাঠামো সম্পর্কে পরামর্শ প্রদান;
  • প্রকল্প প্রণয়ন প্রক্রিয়া উজ্জ্বীবিতকরণ এবং প্রয়োজনবোধে প্রকল্প প্রণয়নের দায়িত্ব গ্রহণ, জাতীয় উদ্দেশ্যাবলির সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে কর্মসূচী ও প্রকল্পসমূহের পরীক্ষা এবং এ বিষয়ে পরামর্শ প্রদান;
  • অনুমোদিত প্রকল্প, বিশেষতঃ সাহায্যপুষ্ট প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের সমস্যাসমূহ ও বিলম্বের কারণসমূহ নিরূপণ এবং এ জাতীয় সমস্যা সমাধানের পন্থা নির্ধারণ;
  • দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ;
  • জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দারিদ্র্য নিরসন কৌশল বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদকরণের নির্দেশনা প্রদান;
  • জাতীয়  অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য বার্ষিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্তকরণ;
  • জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তকরণ;
  • দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা;
  • পরিকল্পনা বাস্তবায়নের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবদি; এবং
  • পরিকল্পনা গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়াবদি সম্পর্কে আন্তঃমন্ত্রণালয় মত পার্থক্য দূরীকরণ।